× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

২০ জানুয়ারি ২০২৫, ১১:০৫ এএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম

ছবিঃ সংগৃহীত।

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: সাতসকাল ভাল কাটবে কি করে যদি দেরি করেই ঘুম থেকে ওঠেন রোজ?। শুভ সংখ্যাঃ ২৩। শুভ রংঃ সাদা।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: গাড়ী আপনার। চাবি আরেকজনের কাছে কি করছে? নিজের জিনিসের কন্ট্রোল আরেকজনের হাতে দেওয়ার আগে ভেবে চিন্তে। । শুভ সংখ্যাঃ ১৭২। শুভ রংঃ কমলা।

 

মিথুন [২১ মে-২০ জুন]: ব্যবসায়ে বড় ধরণের ক্ষতির সমূহ সম্ভাবনা। শুভ সংখ্যাঃ ৯৭। শুভ রংঃ হলুদ।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: আপনার পরিচিতজনদের মধ্যে শুভানুধ্যায়ী সেজে লুকিয়ে আছে একজন। তবে ভয় নেই, শুধুমাত্র আপনার বিয়ের দাওয়াতে এসে ভরপেট খেয়ে চলে যাবে এটাই উনার একমাত্র এজেন্ডা। শুভ সংখ্যাঃ ৫৯। শুভ রংঃ লাল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: চিনি ছাড়া চায়ের মত মিষ্টি হবে আজ আপনার দিন। শুভ সংখ্যাঃ ০০। শুভ রংঃ সাদা।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: কি মেলালেন গতকাল? সূত্র খুঁজে পেয়েছেন? অগ্রগতি কদ্দুর?। শুভ সংখ্যাঃ ২২। শুভ রংঃ ধূসর।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: দুরপাল্লার যাত্রা শুভ। ছোট্ট একটা বেকায়দা পরিস্থিতিতে আগন্তুকের সাহায্যে পরিস্থিতি সামাল দিতে পারবেন। তবে আগন্তুকের অপেক্ষায় থাকা যাবেনা। শুভ সংখ্যাঃ ৫২। শুভ রংঃ কালো।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বৃদ্ধ যারা আত্মীয় স্বজন আছেন তাদের একটু খোঁজখবর নিন আজ সময় করে। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ কালো।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আজ বিপদের সময় মিসকল দেওয়ারও টাকা থাকবে না। তাছাড়া বিপদের সম্ভাবনাও বেশি নাই। এখন দেখেন ব্যলেন্স রিচার্জ করবেন কিনা যেটা ভাল মনে করেন। শুভ সংখ্যাঃ ৩২২। শুভ রংঃ সবুজ।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: আপনার যেসব খাদ্যে মারাত্মক অ্যালার্জির সংক্রমণ হয়, আজ না জেনেই কোনো একটা মিক্সড পদে এমন কিছু খেয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যাঃ ২১। শুভ রংঃ সাদা।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: আপনার নামে ভয়ানক গুজব ছড়িয়ে অর্থ আত্মসাতের ধান্দায় আছে কিছু মানুষ।। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ ম্যাজেন্টা।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আপনার কোন কোন জায়গায় ব্যাথা সেখবর রখার লোক নেই কারণ আপনি বান্ধবী ললিতা নন। আপনার সুস্থতা নিশ্চিতের লক্ষ্যে নিজ উদ্যোগে আজ চেক-আপ করান।  শুভ সংখ্যাঃ ১১১। শুভ রংঃ সাদা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.